Posts

Showing posts from November, 2011

নিহিন গ্রহ

“আমি যাব না ইয়ুরি । আমাদের বাবুর ভবিষ্যৎ কি হবে ?” “চিন্তা করো না, উস্পিতা। আমাদের অভিযান শেষ হলেই তো আমরা আবার পৃথিবীতে ফিরে আসব।” “কেন ক্যাপ্টেন টিলিটি তোমাকেই সিলেক্ট করলেন? অন্য আরও কত বিজ্ঞানী ছিলেন, তারাও তো যেতে পারতেন।” “কারণ, আমার বয়স সবচেয়ে কম এবং আমাদেরই নতুন বাবু হবে। ক্যাপ্টেনের ইচ্ছা এবারের অভিযানে আমাদের মত কেউ যাক। নিহিন গ্রহে পৌঁছাতে কমপক্ষে সাত বছর লাগবে। আর ওখানে যদি সত্যিই মানুষের মত প্রজাতি থাকে তাহলে  ওদের জীবনযাত্রা জানার জন্য আরও ছয় মাস থাকতে হবে। তারপর আমাদের কাজ শেষ। কিন্তু মানুষের মত কেউ না হয়ে যদি অন্য প্রাণী হয়, তাহলে কতদিন থাকা লাগবে বলা মুশকিল। আর ফিরে আসতে আরও সাত বছর লাগবে। রোবট সুন এর তথ্য অনুযায়ী, নিহিন গ্রহের বাসিন্দারা খুব শান্তিপ্রিয়। কিন্তু একটা টেকনিকাল ঝামেলার জন্য রোবট সুন এর ক্যামেরাটা নষ্ট হয়ে যাওয়ায় আমরা বুঝতে পারছিনা, ওরা দেখতে কেমন। রোবট সুন খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছে, ওরা বাচ্চা ছেলেমেয়ে কে অনেক ভালবাসে। এই জন্যই আমাদের যেতে হচ্ছে।” মহাকাশযান ‘মিলিসা’র জানালার পাশে বসে এসব কথা ভাবছে, উস্পিতা। আজ থেকে এক বছর তিন মাস ...