একদিন রিমঝিম
ক্লিক। ক্লিক। ক্লিক। ক্যামেরার শাটার টিপেই চলেছে রিমঝিম। ফুল, গাছ, পাখি, এঁকেবেঁকে চলা নির্জন গ্রাম্য পথ... সবকিছু ক্যামেরায় বন্দি করে রাখছে সে। ক্লাস সেভেনে পড়ে রিমঝিম। ছবি তুলতে খুব ভালো লাগে ওর। এই ক্যামেরাটা সে তার জন্মদিনে উপহার পেয়েছে। মনের আনন্দে একের পর এক ছবি তুলেই চলছে সে। হঠাৎ করে খেয়াল হল রিমঝিমের... চারদিক খুব নিঝুম। ছবি তোলা বন্ধ করল ও। ভয় পেয়ে গেল। ওর আশেপাশে কেউ নাই। ‘মা, বাবা, কোথায় তোমরা? আমাকে শুনতে পাচ্ছ?’ – বলে কিছুদূর হাঁটল সে। কিন্তু না, কোথাও কেউ নাই। জায়গাটা একটু জঙ্গল মত। বুঝতে পারলো রিমঝিম, পথ হারিয়েছে সে! খুব ভয় পেয়ে গেল ও। ছবি তোলার নেশায় সে যে সবার থেকে দূরে চলে এসেছে, এটা খেয়ালই করেনি। চোখে পানি চলে আসলো ওর। একটা গাছের নিচে বসে পড়ল ও। কিছুক্ষণ কান্নাকাটির পর মাথা ঠাণ্ডা হল। চুপ করে পুরো অবস্থাটা ভাবতে শুরু করল। রিমঝিম ওর মা-বাবার সাথে ফ্যামিলি পিকনিকে গ্রামে এসেছে। সাথে ওর কাজিনরাও এসেছে। ঘর থেকে দূরে কোথাও গেলে ওর মা সাথে মোবাইল ফোন দিয়ে দেন। ‘মোবাইল! ইস! এতক্ষণ কেন মনে পড়ল না?’- বলে উঠল রিমঝিম। ব্যাগ থেকে মোবাইল বের ক...