সময়ের ভুল
বুয়েটের প্রথম ক্লাস। তাহসান ক্লাসে অন্যদের সাথে বসে আছে। তাহসান ছোটবেলা থেকেই চুপচাপ। কথা কম বলে। তাই বসে বসে সবার কথা শুনছে। এমন সময় ক্লাসে ঢুকল একটা মেয়ে, দেখেই তাহসান একটা ধাক্কা খেল! মনে মনে ভাবল, ‘এর থেকে আমাকে দূরে থাকতে হবে। নইলে কোনোদিন হয়ত ক্রাশ খেতে পারি!’ তাহসান নিজেই অবাক হয়ে গেলো, এই অদ্ভুত চিন্তা ওর মাথায় আসলো বলে! এরপর ক্লাস চলতে থাকে। তাহসান জানতে পারে, মেয়েটার নাম শোভা। শোভা শান্তশিষ্ট মেয়ে হলেও বেশ ফ্রেন্ডলি। তবুও তাহসান অন্য সবার সাথে কথা বললেও শোভার সাথে তেমন কথা বলত না। শোভাকে দেখলে ওর জীবনের প্রথম ভালোবাসার মেয়েটার কথা মনে পড়ে যায়- মিম। তাহসান বুয়েটে চান্স পেলো আর মিম পরিবারের সাথে ইংল্যান্ডে পাড়ি জমালো। যাবার আগে বলে গেলো, সে আর তাহসানের সাথে সম্পর্ক রাখতে চায় না! মিম কে তাহসান সত্যি সত্যি খুব ভালবাসত। এই ঘটনার পর তাহসানের পুরোপুরি শকটা কাটিয়ে উঠতে বেশ সময় লেগে যায়। শুধু ওর কাছের কয়েকজন ফ্রেন্ড এই ঘটনা জানে। একদিন তাহসান জানতে পারে, শোভার বয়ফ্রেন্ড আছে- বুয়েটেরই এক বড় ভাই- তামিম ভাই। মনে মনে খুশিই হয় সে! কারণ, শোভার প্রতি একটু সফট কর্নার তৈরি হয়...